এসএম সুরুজ আলী ॥ করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানের ঔষধ ও মুদিমালের দোকান ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার সকাল থেকে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে দোকানগুলো বন্ধ করে নেন। জেলা শহরে বিভিন্ন সড়কের পাশের দোকানপাট বন্ধ থাকায় শহরে লোক চলাচল দেখা যায়নি। যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে শহর অনেকটা ফাঁকা হয়ে গেছে। শহরের প্রধান সড়ক দিয়ে সীমিত সংখ্যক লোক পায়ে হেঁটে ও মোটর সাইকেল দিয়ে চলাচল করেছেন। তবে মোটর সাইকেলে একজন করে চলাচলের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনভর পুলিশসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তল্লাসী চালায়।
শহরে প্রশাসনের কাজে দায়িত্বরত গাড়ি, অসুস্থ রোগীদের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিবহনগুলো চলাচল করছে। সকাল থেকেই দোকানপাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তিনি হবিগঞ্জ শহরের ফার্মেসীগুলোতে লোকজনদের ভিড় না রাখার জন্য তিনি ফার্মেসী মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়া শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক আজমল হোসেনসহ এনএসআই কর্মকর্তারা। এ সময় এনএসআই’র পক্ষ থেকে ব্যবসায়ী ও পরিবহন চালকদের সতর্ক করা হয়। এছাড়াও এনএসআই’র পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়। এদিকে সন্ধ্যা ৬টার পর হবিগঞ্জ শহরে সব ধরণের দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় পুরো শহর নিঃস্তব্ধ হয়ে পড়ে।