মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত নির্মাণ শ্রমিক জুনায়েদ মিয়া (১৯) মারা গেছে। সে সদর উপজেলার পশ্চিম এড়ালিয়া গ্রামের রফিক মিয়ার পুত্র। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সূত্র জানায়, গত ১৫ মার্চ আহত জুনায়েদ মিয়া হবিগঞ্জ শহরের ইনাতাবাদ আবাসিক এলাকায় একটি বহুতল ভবনের ছাদে নির্মাণ কাজে থাকা অবস্থায় একটি উচ্চক্ষমতা সম্পন্ন লাইনের সংস্পর্শে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় হবিগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক মিঠুন রায় তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার করেন।
খবর পেয়ে পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ ঘটনার ৩ দিন পরে তাকে দেখতে ঢাকা হাসপাতালে যান। এ সময় তার চিকিৎসার খোজখবর নেন ও তার চিকিৎসার খরচ প্রদান করেন।