নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ন্যায্যমূল্যের টিসিবি’র পণ্য কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার নবীগঞ্জ শহরের শেরপুর রোড নতুন বাজার মোড়ে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রিকালে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। করোনার সংক্রমণ রোধে জনসমাগম নিষিদ্ধ করা হলেও কে শুনে কার কথা। ন্যায্য মূল্যের পণ্য কিনতে অক্লান্ত চেষ্টা ক্রেতাদের। টিসিবির ডিলাররা খোলাাজারে ৮০ টাকা করে প্রতি লিটার সয়াবিন তেল, ৫০ টাকা করে চিনি ও ডাল, ৩৫ টাকা কেজিতে পিঁয়াজ বিক্রি করছেন। বাজার মূল্যের চেয়ে টিসিবি’র মূল্য কম হওয়ায় ভিড়ের মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে পণ্য কিনছেন ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ টিসিবি’র পণ্য প্যাকেজ হিসেবে তাদের কিনতে হচ্ছে। ভেঙ্গে পণ্য বিক্রি করছেন না ডিলাররা। ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি পিঁয়াজ ৩৩০ টাকা প্যাকেজ, আর ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ১ কেজি ডাল ৫৫০ টাকা।
শফিক মিয়া নামে এক ক্রেতা জানান- বাজারে জিনিসপত্রের যে দাম, তাই ভিড়ের মাঝেও এখানে দাম কম হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে আসছি। শাহিন আহমদ নামের আরেক ক্রেতা জানান- প্রতি কেজি ৩৫ টাকা করে দুই কেজি পিঁয়াজ দেয়া হচ্ছে। তবে এর মধ্যে অনেক পিঁয়াজ পঁচা পাওয়া যাচ্ছে। অনেক ঠেলা ধাক্কার পর টিসিবির পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।