স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর বাজারে সরকারি আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে মিষ্টির দোকানসহ কয়েকটি দোকানকে ২৮ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান পৌর শহরের বনিক মিষ্টান্ন ভান্ডার, জয়গুরু মিষ্টান্ন ভান্ডার সহ ৬ দোকানে এ জরিমানা করেন।
দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঔষধের দোকান, কাঁচাপণ্য ও নিত্য পণ্যের দোকান ব্যতিত সকল প্রকার দোকান বন্ধ রাখার জন্য গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। কিন্তু সরকারি আদেশ অমান্য করে কিছু ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান খোলা রাখেন। এছাড়া দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখতে সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ আয়েশা আক্তার বাজার মনিটরিং করেন।