কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। পদত্যাগপত্র জমা দেয়ার প্রায় দেড় মাস পর বুধবার সেটি গ্রহণ করে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুস সালাম মন্ডল স্বাক্ষরিত পত্রে পদত্যাগপত্র গ্রহণের সত্যতা নিশ্চিত করা হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য গঠিত এই ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর হিসেবে ২০১২ সাল থেকে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত ১১ ফেব্রুয়ারি তিনি তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে একটি পত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান।
প্রসঙ্গত, ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছাড়াও হাইকোর্টের একজন আইনজীবী। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্য তিনি বেশ জনপ্রিয়। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের আইকন হিসাবে পরিচিতি লাভ করেছেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর শহরের পীরেরবাজার এলাকায়। তার পিতা মরহুম সৈয়দ এর্শাদ আলী।