স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাসের ওয়ার্ড খোলা হয়েছে। তবে এখনো আক্রান্ত হয়ে কোন রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া যায়নি। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যা ১০ তলার বিল্ডিং এর ৫ম তলায় এ ওয়ার্ডটি খোলা হয়। গতকাল শুক্রবার পরিস্কার পরিচ্ছন্ন করে রোগীদের জন্য বেড, বিছানাসহ যাবতীয় আসবাবপত্রের প্রস্তুতি শেষ হয়েছে। সরকারের নির্দেশনায় এ ওয়ার্ডটি খোলা হয়েছে এবং রোগীদেরকে যথাযথ ওষুধসহ চিকিৎসা দেয়া হবে বলে হাসপাতালে সূত্রে জানা গেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রতিন্দ্র চন্দ্র দাস জানান, যদি করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়, তাহলে সাথে সাথে তাকে সদর হাসপাতালে ওই ওয়ার্ডে ভর্তি করার জন্য জানানো হলো। রোগীকে হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ও ওষুধ দেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com