সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বীনা রানী শীল (৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বীনা রানী শীল লাখাই উপজেলার করার ইউনিয়নের রাঢ়িশাল গ্রামের রনজিৎ শীলের স্ত্রী। বীনা রানী শীলের নিহতের বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ৯টার দিকে স্থানীয় পুর্ব বুল্লা গ্রামের উৎসব থেকে বাড়ি ফিরছিলেন বীনা রানী। পথিমধ্যে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের কামড়াপুর ব্রীজ এলাকায় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সাথে থাকা স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বুল্লা বাজারে ও পরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল নিয়ে যান। হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন। পরে বীনা রানী শীলকে সিলেট নেওয়ার প্রস্তুতিকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com