চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীরগাঁও ইউনিয়নের সরকারগাঁও গ্রামের যোগী টিলা নামক স্থান থেকে অজ্ঞাতনামা (২৫) এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল প্রায় ৪টায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মাধবপুর সার্কেলের এএসপি নাজিম উদ্দিন, চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, এসআই সামিউল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তার গলার উপরের অংশে ধারালো অস্ত্রের দু’টি আঘাত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ। তাছাড়া নিহত ওই তরুণীর পরিচয় উদঘাটনের জন্য দেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।
নিহত তরুণীর গলার উপরের অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছেনিহত তরুণীর গলার উপরের অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com