এসএম সুরুজ আলী ॥ তীব্র শীতে হবিগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের কারণে জেলাজুড়ে নানা রোগবালাই দেখা দিয়েছে। ঠান্ডাজনিত রোগে গত ৩ দিনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অর্ধশতাধিক শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুই দিনে হাসপাতালে শিশু-বৃদ্ধসহ নানা বয়সের শতাধিক রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ শিশুরাই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। আর বৃদ্ধরা শ^াস-প্রশ^াসজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। সরেজমিন শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এ ওয়ার্ডের প্রতিটি সিটে শিশু রোগীরা রয়েছেন। তাদের অভিভাবকরা জানান, শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। শিশু ওয়ার্ডে কর্মরত নার্স সোনিয়া আক্তার জানান, ঠান্ডার কারণে প্রতিদিন শিশুরা এসে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ৩দিনে ৪৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত। তিনি বলেন, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ঠান্ডাজনিত রোগে ৯জন ভর্তি হয়েছেন। প্রতিদিন শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা তাদের সাধ্যমত চিকিৎসা সেবা দিচ্ছি। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন জানান, গত ৩ দিন ধরে তীব্র শীত পড়ায় সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সের মানুষ। আর তাদের মধ্যে বেশিরভাগই নবজাতক ও শিশু। অতিরিক্ত ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শও দেন তিনি। তিনি বলেন, হাসপাতালে যেসব রোগী আসছে আমরা সাথে সাথে চিকিৎসা প্রদান করছি। আমাদের চিকিৎসায় কোন ত্রুটি নেই।
ঠান্ডায় শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে ॥ হাসপাতালে ঠাঁই নেই
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com