স্টাফ রিপোর্টার ॥ পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদক লাভ করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের সাবেক ওসি ও বর্তমানে সিলেটের জালালাবাদ থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম। গতকাল মঙ্গলবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে তাঁকে ব্যাজ পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পদকের পাশাপাশি তাঁকে আইজিপি স্বাক্ষরিত একটি সনদপত্রও দেয়া হয়। সনদপত্রে মোঃ শাহ আলমের উদ্দেশে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন- কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ ২০১৯’ প্রদান করা হলো। আমি আশা করি এ স্বীকৃতি তাঁর পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরো বাড়িয়ে দেবে। আমি তাঁর সার্বিক মঙ্গল কামনা করি।
ইন্সপেক্টর মোঃ শাহ আলম ইতোপূর্বে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশে অত্যন্ত সাহসিকতার সাথে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। এ পদক প্রাপ্তিতে তিনি বলেন- দেশের জন্য কাজ করায় আইজিপি মহোদয় আমাকে সম্মাননা দিয়েছেন। এজন্য আমি আইজিপিসহ পুলিশ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সেই সাথে আমি সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com