নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সার বিক্রির লাইসেন্স নিয়ে কৃষকদের সাথে অনিয়ম ও প্রতারণা করে সার বিক্রি করায় ভূক্তভোগীদের পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এমনকি তার অনুলিপি বিভাগীয় কমিশনার সিলেট, জেলা প্রশাসক হবিগঞ্জ, জেলা কৃষি অফিসার হবিগঞ্জ, উপজেলা কৃষি অফিসার নবীগঞ্জ ও অফিসার ইনচার্জ নবীগঞ্জকে দেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়- নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের আরমান উদ্দিন শর্ত সাপেক্ষে সার বিক্রির ডিলারশিপের দায়িত্ব গ্রহণ করেন। তিনি নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে মনগড়াভাবে কৃষকদের কাছে উচ্চ দামে সার বিক্রি করছেন। এতে অসহায় দরিদ্র কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ নিয়ে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার তৎকালীন ইউএনও তৌহিদ-বিন হাসানের কাছে অভিযোগ দেয়া হয়। এর কোন প্রতিকার পাননি কৃষকরা। এ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে এলাকার ভুক্তভোগী ও সচেতন মহল গণস্বাক্ষর দিয়ে সোমবার নবীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার বিশ্বজিৎ পালের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের প্রত্যাশা সুষ্ঠু তদন্ত করে সারের ডিলার আরমান উদ্দিনের লাইসেন্স বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগীদের ন্যায্যমূল্যে সার ক্রয় নিশ্চিত করবেন।