স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলার আসামীসহ ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও ওসি রঞ্জন কুমার সামন্তের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- লোহাজুরি গ্রামের মারফত উল্লার পুত্র নান্দু মিয়া খান, গোগড়াপুর গ্রামের রাখেশ দাসের পুত্র রামমোহন দাস, দেয়ালহাটি গ্রামের ময়াশন সূত্রধরের পুত্র রতিন্দ্র সুত্রধর, মাখন সুত্রধরের পুত্র গোপাল সুত্রধর, রামধন সুত্রধরের পুত্র ফেমা সুত্রধর ও হিলালনগর গ্রামের গৌরচন্দ্র দাসের পুত্র বক্ত চন্দ্র দাশ। মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম সাংবাদিকদের বলেন, অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে বানিয়াচংকে অপরাধমুক্ত করা হবে। এতে সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com