হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী হাবিলীতে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষের সমাগমে সৈয়দ গোলাম হায়দার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুদু মিয়ার ৩৯তম পবিত্র বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফজরের নামাজের পূর্বে দরবার-এ হায়দার হাবিলীর পীরজাদা সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুলাল মিয়ার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটে। এর আগে শুক্রবার সুলতানশীর দরবার-এ হায়দার হাবিলীতে এ বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরসকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ সুলতানশী মাঠ প্রাঙ্গণে এসে ভিড় জমায়। এলাকাবাসী ও জেলার বিভিন্ন স্থান থেকে আসার ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ওরসে সারারাত ব্যাপী ওয়াজ, মিলাদ মাহফিল, মুর্শিদী গান পরিবেশন করা হয়। এতে প্রায় ৫০টি গরুসহ বিভিন্ন পশু জবাই করে শিরনী বিতরণ করেন ভক্তবৃন্দ। ওরসে বসে মেয়েদের সাজের জিনিসপত্রসহ নানা মনিহারী দোকানপাট। কনকনে শীত থাকায় দেখা যায় অনেক কাপড়ের দোকানও। আবার ওরসে বিভিন্ন খাবারের দোকানও ছিল লক্ষনীয়। কাফেলায় কাফেলায় ভর্তি ছিল মুরিদান ভক্তবৃন্দ। ওরসে প্রশাসনিক ব্যবস্থাসহ দূর দূরান্ত থেকে আসা মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ওরস কমিটির লোকজন। শুক্রবার সারাদিন ও সারারাত শেষে শনিবার ভোররাতে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।
পীরজাদা সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে ওরস পালন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্তের সমাগম হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com