স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকার দিগন্তপাড়ায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর বাড়ির নিচতলায় কবি নজরুল কেজি এন্ড হাই স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ২টায় এর উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। স্কুলের সভাপতি এসকে শাহীন আহমেদের সভাপতিত্বে এবং স্কুলের অধ্যক্ষ শফিকুল ইসলাম রাজ ও মোঃ জিয়ার যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশবাসী ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে উদযাপন ও একই বছরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠান নামকরণ করায় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবির স্মৃতিচারণ করে প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও মোঃ মর্তুজ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মানোয়ার আলী, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, জেলা কিন্ডারগার্টেন ফোরামের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, অধ্যক্ষ মোঃ আলী আজগর, তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু হোসাইন আক্তার, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, বিশিষ্ট সমাজসেবক মোঃ উসমান গণি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, নজরুল একাডেমীর জেলা সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, ইঞ্জিনিয়ার আমজাদুর রহমান শিপন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী গিয়াস উদ্দিন প্রমূখ। এছাড়া কবি নজরুল কেজি এন্ড হাই স্কুল পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।