চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে একটি মেছো বাঘ অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে বাঘটি অবমুক্ত করেন সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হুসেন ও হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার রেহান মাহমুদ। এসময় বন বিভাগের লোকজন সিএমসির সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, শুক্রবার মেছো বাঘটিকে নবীগঞ্জ উপজেলার বড়বাকৈর পশ্চিম ইউনিয়নের গ্রামের লোকজন দেখতে পায়। পরে স্থানীয়রা মেছো বাঘটি আটক করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেন। চেয়ারম্যান বিষয়টি ইউএনওর মাধ্যমে হবিগঞ্জের বন বিভাগে খবর দিলে বন বিভাগের লোকজন বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় সেটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com