স্টাফ রিপোর্টার ॥ শীতের আবহ প্রকৃতিতে, কুয়াশার চাঁদর ভেদ করে শিক্ষার্থীদের সরব উপস্থিতি স্কুলের মাঠে। চোখে-মুখে সবার আনন্দ। কখন হাতে আসবে নতুন বই। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না। বেলা একটু বাড়লো, রোদ উঁকি দিল খানিকটা। ততক্ষণে সকাল ১০টা। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হলেন বই উৎসবের প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এসে গেলেন সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানও। শিক্ষার্থীদের অপেক্ষার পালা শেষ করার উদ্দেশ্যে বক্তৃতা পর্বের সময় কমিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন প্রধান অতিথি।
বইগুলো পাওয়ার পর শিক্ষার্থীদের বাধভাঙ্গা উল্লাস। আনন্দে আত্মহারা সবাই। একই দৃশ্য ছিল বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও। পরে দুপুর আড়াইটা পর্যন্ত একে একে হবিগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন স্কুল-মাদ্রাসায় বই উৎসবে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগান এমপি আবু জাহির।
পৃথক বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আলেয়া আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিটি স্কুল এবং মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিত থাকা ও কোচিং সেন্টারে না যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে অভিভাবকদের সাথে শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষা বিভাগ জানিয়েছে- এ বছর হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৪০০টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৬ লাখ ৭৬ হাজার শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৮টি নতুন বই বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জের ৯টি উপজেলায় ১ হাজার ৪০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ ৭৬ হাজার শিক্ষার্থীর মাঝে ৩৩ লাখ ৮৫ হাজার ৭৮টি নতুন বই বিতরণ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com