স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় হাজারো জনতার ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তাঁর প্রতি ভালবাসার বহি:প্রকাশ ঘটাতে হবিগঞ্জ আওয়ামী পরিবার ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সকালে তিনি ঢাকা থেকে হবিগঞ্জ আসার পথে মাধবপুর পৌঁছলে আওয়ামী পরিবারের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং হাজারো মোটর সাইকেল ও গাড়ী বহর শোভাযাত্রার মাধ্যমে বাহুবল উপজেলা ও নবীগঞ্জ উপজেলা হয়ে হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করেন। মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি কয়েকটি স্থানে পথসভায় বক্তৃতা করেন। নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, ছাত্রলীগ থেকে সিলেট ওসমানি মেডিকেলে সভাপতি ও ভিপি নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে এ পদে মনোনীত করায় আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, বিএমএ ও স্বাচিপের পক্ষে ডাঃ অসিত রঞ্জন দাশের নেতৃত্বে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জমির আলী, ডাঃ সৈয়দ আবরার জাবের, ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, ডাঃ সজীব আল-হোসাইন তারেক, ডাঃ মঈন উদ্দিন সাকো, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে কর্মকর্তা-কর্মচারীবৃন্দও তঁকে শুভেচ্ছা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com