নবীগঞ্জ পৌরসভার মেয়র ও নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দেশের আগামী দিনের কর্ণধার। তাই তোমাদের সঠিকভাবে লেখাপড়া করতে হবে। মানুষের ইচ্ছেশক্তি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের প্রথমে নিজের ইচ্ছে শক্তিকে জাগিয়ে তুলতে হবে।’ তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শিশুদের পরীক্ষা পাশের চিন্তা বাদ দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে হবে।’ তিনি এই স্কুলকে প্রতিষ্ঠিত করতে পৌরপরিষদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকাবাসী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আগামী বছর এই স্কুলকে দশম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে। সকলের সহযোগিতা থাকলে আমরা এই পৌর স্কুলকে কয়েক বছরের মধ্যেই পৌর আইডিয়াল স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করতে পারবো, ইনশাআল্লাহ।’ বুধবার নবীগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রণাধীন পৌর আইডিয়াল স্কুল কর্তৃক ‘বই বিতরণ উৎসব-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, পৌরসচিব মো. আজম হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, কৃষকলীগ নেতা অ্যাডভোকেট শাহ নূর আলম সানু, বিএনপি নেতা শিহাব আহমেদ চৌধুরী, সমাজসেবক সৈয়দ জাহির আলী, সমাজসেবক আহমদ ঠাকুর রানা, পৌরসভার সেনেটারি ইন্সúেক্টর সুকেশ চক্রবর্ত্তী, শিক্ষক সুকান্ত দাশ প্রমুখ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দেবী রানী দাশ, হেলাল আহমেদ ও আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর-আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী। অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই এবং কৃতি শিক্ষার্থীদের তাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ অতিথিবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি