স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরের সর্বত্র উৎসবমূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। প্রেমদাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীজেন চন্দ্র আর্যাচ্য, একাডেমিক সুপারভাইজার রোকশানা পারভীন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমূখ। পরে প্রধান অতিথি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ ছাড়া উপজেলার প্রত্যেকটি বিদ্যালয় বই উৎসবের আয়োজন করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com