বানিয়াচং প্রতিনিধি ॥ ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বানিয়াচং উপজেলা ছাত্রদলের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন ঠাকুরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালি বের করে। র্যালিটি বাজার প্রদক্ষিণ করে সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শরীফ উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন মুক্তাদীর আহমেদ, নাসির উদ্দিন, এনাম চৌধুরী রনি, শাহ আলম, সাদেক মিয়া, আমান উল্লাহ, ইন্তাজ উল্লাহ, শিবলী, সাজিদুর, সাইদুর, আতিক, হৃদয়, হেলাল, নাঈম, মোরশালিন, জীবন, তপু প্রমূখ। পথসভায় ছাত্রদল নেতা শরীফ ঠাকুর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com