স্টাফ রিপোর্টার ॥ গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাছাই পর্ব রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই বাছাই পর্বে সিলেট ও চট্টগ্রাম বিভাগের মোট ১৫টি জেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশ নেয়। উক্ত বাছাই পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য রাঙ্গামাটির এমপি দিপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের পরিচালক নুরুল ইসলাম, অলিম্পিকের প্রধান জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, রাঙ্গামাটি জোনের প্রধান সুবর্ণা চাকমা। উক্ত বাছাই পর্বে হবিগঞ্জ জেলার একমাত্র বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান হাসি স্পেশাল চিলড্রেন স্কুলের ৫ জন বিশেষ শিশু মোহাম্মদ রাফি ইকবাল দিহান, তাসলিমা তাবাসসুম লিজা, সিদ্ধার্থ ভৌমিক, আনাছুজ্জামান আনাছ ও রাহুল সাহা অংশগ্রহণ করে। বিশেষ শিশুদেরসহ ১৮ জনের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন হাসির পরিচালক কামরুজ্জামান রুবেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com