হবিগঞ্জ উন্নয়ন সংস্থা’র নবীগঞ্জ উপজেলার পানিউম্্দা শাখার আওতাধীন দরিদ্র ও প্রান্তিক ২ হাজার জন উপকারভোগী সদস্যের মাঝে স্বল্প সুদে (২%) এক কোটি টাকা কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্্নওয়াজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থা দীর্ঘ ১৮ বছর যাবত দরিদ্র জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে হবিগঞ্জ জেলায়। এই কৃষি ঋণ আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন। পাশাপাশি সদস্যদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের জন্য গর ও মুরগীর খামার এবং সেলাই মেশিনের ব্যবস্থা করে দেব। দরিদ্র কৃষকদের টাকা যথাযথ প্রকল্পে ব্যবহার করার এবং আয় বর্ধনমূলক কর্মকান্ডে মহিলাদের অংশগ্রহণ বাড়িয়ে অর্থনৈতিকভাবে সাবলম্বি হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি আরোও বলেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা একটি অন্যরকম সেবাধর্মী প্রতিষ্ঠান। সমাজের সকল ধরনের সেবা ও উন্নয়নমূলক কাজে প্রতিষ্ঠানটির অংশগ্রহণের জন্য ভূয়সী প্রশংসা করেন। উক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। স্বাগত বক্তব্যে নির্বাহী পরিচালক হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথি ছিলেন পানিউম্্দা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান। তিনি বলেন দরিদ্র কৃষকদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় তাই সরকারি এবং বেসরকারি সংস্থা মিলে দেশের উন্নয়ন করতে হবে। তাহলে দেশ তাড়াতাড়ি উন্নত হবে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থা একটি দক্ষ ও স্বচ্ছ প্রতিষ্ঠান। যা দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য অপরিহার্য।
ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুটিজুরি ইউপির প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা উবাদুল মুক্তাদির হেলাল, মুনসুর আলম, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর মোহাম্মদ শামীম মহসিন, আইটি অফিসার রফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সমন্বয়কারী মো: আরেফ আলী মন্ডল আরিফ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com