নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কাটার মধ্য দিয়ে প্রচীনতম এই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ইত্তেফাক নবীগঞ্জ সংবাদদাতা সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সহ-সভাপতি আশাহিদ আলী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, সলিল বরণ দাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমানর মুন্না, হাবিবুর রহমান চৌধুরী শামীম, তোফায়েল আহমদ সায়েদ, ছনি চৌধুরী, আলী হাছান লিটন, তৌহিদ চৌধুরী প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com