স্টাফ রিপোর্টার ॥ সিলেট ও মৌলভীবাজার জেলার ৩টি গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন বিদ্যুত-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এসব গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। পরিদর্শনের মধ্যে ছিল শেভরণ বাংলাদেশ লিমিটেডের মৌলভীবাজার গ্যাসফিল্ড, সিলেটের গোপালগঞ্জে এসজিএফএল এর কৈলাশটিলা এমএসটিই প্লান্ট এবং আরপিজিসিএল এর এনজিএল ফ্রাকশনেশন প্লান্ট।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, দেশের জ্বালানী নিরাপত্ত্বা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যুত-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গ্যাসক্ষেত্রগুলো পরিদর্শন করেছে। নেতৃবৃন্দ কর্মরতদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
প্রতিনিধি দলে ছিলেন বিদ্যুত-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজগর টগর এমপি, আসলাম হোসেন সওদাগর এমপি, নুরুল ইসলাম এমপি, খালেদা খানম এমপি, নার্গিস আক্তার এমপি ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com