স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর থেকে মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো শহরের উমেদনগর এলাকার শুকুর আলীর পুত্র গিয়াস উদ্দিন (৩৫), ইছাক আলীর পুত্র আব্দুল কাদির (৩০) ও হরিপুর এলাকার শফিক মিয়ার পুত্র জুয়েল মিয়া (২০)। অভিযানকালে শফিক আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com