স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যে মুহূর্তে দাবি উঠেছে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন- তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষাই থাকা উচিত নয়। গতকাল মঙ্গলবার দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় ‘শিশুদের মানসিক চাপ কমাতে লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদের মূল বিষয়বস্তু ছিল- শিশুদের মেধা যাচাইয়ের যে প্রচলিত পদ্ধতি তা শিশুদের জন্য এক কঠিন যুদ্ধ। এ যুদ্ধে অবতীর্ণ হতে গিয়ে একটি শিশুকে যে পরিমাণ মানসিক চাপ নিতে হয় তার ভবিষ্যত ফলাফল ভাল নয়। লটারীর মাধ্যমে ভর্তির সুযোগ সৃষ্টি করা হলে শিক্ষার্থীদের মানসিক চাপ অনেক কমে আসবে।
এদিকে, গতকাল ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- পরীক্ষা নিয়ে শিশুদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। শিশুদের বইয়ের ভার থেকে মুক্ত করতে হবে। শিশুদের পরীক্ষার ভার কমান। ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা থাকা উচিত নয়। পিইসি পরীক্ষা বা পঞ্চম শ্রেণীর জন্য পক্ষে-বিপক্ষে দুই ধরনের মত রয়েছে, এটা নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে সংশ্লিষ্টদের বলেছেন প্রধানমন্ত্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com