স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে খালেক মিয়া (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর থানার এসআই আব্দুর রহিম ও পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে পালিয়ে আত্মগোপনে ছিল। সে শায়েস্তানগর এলাকার শাহ মিজানুর আলমের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com