স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভা ও চৌমুহনী ইউনিয়নে তরুণ শিল্পপতি জি এস স্যোয়েটার ও সায়হাম স্যোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ আহমেদের উদ্যোগে এবং মইনুল ইসলাম জুয়েল ও মশিউর রহমান মুর্শেদের সহযোগিতায় ১ হাজার ৩শ’ দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে শীতবস্ত্র হিসেবে স্যোয়েটার দেয়া হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাজ্জাদ আহমেদ বলেন- আজীবন গরীব ও দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি ভবিষ্যতেও গরীব দুঃখী মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com