স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। এসময় জনপ্রতিনিধি ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ তাদের সাথে সেখানে উপস্থিত ছিলেন।
গণভবনে গিয়ে শেখ হাসিনাকে সালাম করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নবনির্বাচিত নেতৃবৃন্দকে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সাবেক উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার রুকু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com