স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম (সেবা)। সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম ফজলুল হক, কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, সহকারি (শিক্ষানবিশ) মানসুরা আক্তার, জেলার মোঃ শওকত হোসেন মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, পুলিশ ইন্সপেক্টর শাহরিয়ার প্রমূখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমূখ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জঙ্গিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সম্পর্কে পুলিশকে সব সময় সতর্ক থাকতে হবে। সকল পুলিশ সদস্য আন্তরিকভাবে কাজ করলে হবিগঞ্জকে একটি সুন্দর জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com