স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিগত প্রায় এগারো বছরে হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ব্যাপক উন্নয়ন কাজ করেছি। আধুনিক স্টেডিয়াম, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স, একাধিক ভবন নির্মাণসহ অভূতপূর্ব উন্নয়ন সম্পাদন হয়েছে। হবিগঞ্জের অগ্রগতির স্বার্থেই আমি দিনরাত পরিশ্রম করি। শীঘ্রই প্রতিষ্ঠিত হচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। এই সকল উন্নয়ন কাজের উপকারভোগী পুরো জেলার মানুষ। হবিগঞ্জবাসীর কাজে পাশে পেয়েছি সাংবাদিকদের। আমি নিজেও সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকি সবসময়। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হবিগঞ্জের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেছেন সাংবাদিকরা। যে কারণে উন্নয়ন কাজে ভূমিকার দাবিদার তারাও। সর্বদা সত্যের মধ্যে থাকলে কখনো সমস্যার সম্মুখীন হতে হয় না। সত্য ও বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমেই দূর হতে পারে সমাজের বিভিন্ন অসঙ্গতি। অতীতের ন্যায় এলাকার সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরে উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখার আহবান জানিয়ে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
জেলা সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, জেলা তাঁতী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী।
বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সাবেক সভাপতি দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাঈল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসেসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মর্ত্তুজা ইমতিয়াজ, সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রতিষ্ঠাতা সভাপতি এমএ ওয়াহেদ, সাবেক সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাবেক সহ-সভাপতি অপু চৌধুরী, দিদার এলাহী সাজু, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, আশরাফুল ইসলাম কহিনুর, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মামুন চৌধুরী, বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আজিজুল হক স্বপন প্রমূখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রউফ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি শাকিল চৌধুরী।
অভিষেক অনুষ্ঠানে সাংবাদিক বান্ধব দু’জনকে সংগঠনের আজীবন সদস্য করা হয়েছে। তারা হলেন- বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা তাঁতী লীগ সভাপতি মোঃ মুদ্দত আলী এবং শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নব-নির্বাচিত কার্যকরি কমিটির সভাপতি-সেক্রেটারীসহ সকল সদস্যদের মাঝে প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের উন্নয়নে প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ১ লাখ টাকা ও বিশেষ অতিথি পৌর মেয়র মিজানুর রহমান ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন।
হবিগঞ্জ প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ ও সকল পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। শেষে সকলকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ দেন সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com