ব্রাহ্মণডুরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা গতকাল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ থানার এসআই তরুণ, সমাজসেবক হাবিবুর রহমান চৌধুরী, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, পশ্চিম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোতাহের হোসেন চৌধুরী, প্রাণ গ্রুপের এসিস্ট্যান্ড ম্যানেজার পারভেজ আহমেদ ও স্কয়ার গ্রুপের ইমদাদুল হক। এছাড়াও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ আঃ হামিদ। বক্তব্য রাখেন শহিদ সরদার, সুমন চন্দ্র দেব, মেম্বার জামাল বক্স, আক্তার মেম্বার, নান্টু সূত্রধর, আব্দুল হাই সজল, আহাদ চৌধুরী, জামাল উদ্দিন, শামছুল আলম, নৃপেন্দ্র চন্দ্র দেব, কাউছার আহমেদ, ছাদেক, সাংবাদিক আব্দুল মালেক চৌধুরী, মোস্তাক, ইছাক, মামুন, আজমান, কালাম মেম্বার, মোতাহার, ছোয়াব মেম্বার, মোহন মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ প্রাণ ও স্কয়ার গ্রুপের বর্জ্য এবং দূষিত পানিতে এলাকার পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরলে প্রাণ ও স্কয়ারের প্রতিনিধিদ্বয় এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে আশ^স্ত করেন। এছাড়া মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া। সভায় বক্তাগণ বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তি যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহবুব হোসেন চৌধুরী দিলু।