স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানকালে অনিয়মের কারণে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি পেঁয়াজের গুদাম তল্লাসী করা হয়। রবিবার বিকেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে স্টেশন রোডের বিপ্লব পালের দোকানে এমুনিয়া ক্যামিক্যাল পাওয়ায় ২ হাজার টাকা ও প্রেসক্লাব রোডে আবিদুর রহমানের দোকানে পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে দাউদনগর বাজার রেল গেইট ঘেষা উভয় পাশে দোকান থাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে চলাচলরত ছোট বড় যানবাহনের চালকরা ট্রেন আসা-যাওয়া দেখতে পারেননি। তাই দুর্ঘটনা এড়াতে ওই এলাকার ৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। গত ১২ নভেম্বর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শায়েস্তাগঞ্জে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় রেল গেইটঘেষা দোকান ঘরের ব্যবসায়ীদের নিজ দায়িত্বে সরে যাবার নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে রবিবার অভিযানে নামেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মোঃ উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
রেল গেইট ঘেষা উভয় পাশের ৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com