স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের অভিযানে সদর হাসপাতালের অভ্যন্তরে থাকা সকল ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সদর থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হাসপাতালের অভ্যন্তরে থাকা সকল দোকানপাট উচ্ছেদ করে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, হাসপাতালের ভিতরে এসব ফুটপাতের দোকান থাকায় দালাল ও অপরাধীদের আড্ডা জমে উঠে। সহজেই তারা বিভিন্ন স্থান থেকে আসা রোগীদেরকে কৌশলে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে নিয়ে যায়। বিষয়টি নিয়ে অভিযোগ আসলে হাসপাতাল থেকে এসব দোকান উচ্ছেদ করার জন্য পুলিশকে জানানো হয়। এ প্রেক্ষিতে এইসব দোকানপাট উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, হাসপাতালের ভিতরে কোন দোকানপাট বসতে দেয়া হবে না। যদি কেউ বসানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com