এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ বিআরটিএ অফিস আকষ্মিক পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল রবিবার রাতে তিনি বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অফিসে ব্যাপক অনিয়ম ও দালালদের দেখতে পান। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে রেজাউল হাই চৌধুরী পাঞ্জু (৪০), সুকেশ চন্দ্র সরকার (৩০) ও নাছির উদ্দিন নামে ৩ দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে কারাদন্ড ও একজনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিত রেজাউল হাই চৌধুরী পাঞ্জু মিঠামইন উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা বর্তমানে শহরের পুরান মুন্সেফী এলাকায় বসবাসকারী মৃত জহুর আলী চৌধুরীর পুত্র এবং সুকেশ চন্দ্র সরকার নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত শুকুমার চন্দ্র সরকারের পুত্র। তবে অর্থদন্ডে দন্ডিত নাছিরের ঠিকানাসহ বিস্তারিত তথ্য জানা যায়নি।
জেলা প্রশাসক জানান, সকল সরকারি অফিস দুর্নীতিমুক্ত করণে জেলা প্রশাসন বদ্ধপরিকর।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন এসআই সাইদুর রহমান।
জেলা প্রশাসকের আকষ্মিক পরিদর্শন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com