এসএম সুরুজ আলী ॥ মাধবপুরের তেলিয়াপাড়া ১০নং চা বাগানের সীমান্ত এলাকা থেকে ৭০ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। গতকাল শনিবার বিকেল ৫ টায় উল্লেখিত চা পাতাগুলো আটক করা হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) জানান, শনিবার বিকেল ৫ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের নায়েব সুবেদারের নেতৃত্বে তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ১০নং চা বাগান সীমান্তবর্তী এলাকা থেকে ৭০ কেজি ভারতীয় চা-পাতা আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২১ হাজার টাকা। একই দিন বিকেল ৪টার দিকে মাদক বিরোধী অভিযানের মাধ্যমে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল এস এম সালাহউদ্দিন (পিবিজিএম) জানান, ব্যাটালিয়নের হাবিলদার মোঃ সফিকুলের নেতৃত্বে মাধবপুর উপজেলার মনতলা বিওপির চৈতন্যপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মুল্য ১৫ হাজার টাকা।