হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং, মাধবপুর, হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে নৌ-যান চলাচলে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ভোটের আগের দিন অর্থাৎ আজ রবিবার মধ্যরাত থেকে ভোটের দিন ১৪ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব ধরনের নৌ-যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয় উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৩ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৪ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জনচালিত ক্ষুদ্র নৌ-যান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান ব্যতিত), স্পীড বোর্ড চলাচল বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/ তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুত, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহার, প্রধান প্রধান নৌপথ, বন্দর ও জরুরী গণ্য সরবরাহ এবং ভোটার ও জনগণ চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে সকল নৌযান ও দূর-পাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে উপর্যুক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।