মোহাম্মাদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ থেকে ডাকাত শাহিন মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের পোষাকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, শাহিন জঙ্গলবহুলা এলাকায় জলিল পীরের মাজার সংলগ্ন একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সে ইনাতাবাদ তার ভাড়া বাসায় প্রবেশ করলে স্থানীয় লোকজন ওই বাসাটি ঘেরাও করে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাসায় তল্লাশী চালিয়ে তাকে আটক করে। পরে বাসার সানসিট থেকে পুলিশের পোষাকসহ মালামাল উদ্ধার করা হয়। সে সদর উপজেলার পৈল গ্রামের ফজর আলীর পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে একাধিক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com