গাউছিয়া কমিটি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ মাগরিব সিনিয়র সহ-সভাপতি মরহুম ডাক্তার এম.এ ওয়াহিদ (মস্তোফা মিয়া) এর ইছালে সোয়াব মাহফিল শায়েস্তানগর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় গাউছিয়া খানকা শরীফে অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত গিয়ারভী শরীফ-দাওয়াতে খায়ের মাহফিলের পূর্বে খমতে কোরআন ও খমতে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। সাবেক সাংসদ আলহাজ্ব চৌধুরী আব্দুল হাই অ্যাডভোকেটের সভাপতিত্বে এবং অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সার্বিক সঞ্চালনায় জনাকীর্ণ ও জাঁকজমকপূর্ণ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্ব মাওলানা সোলায়মান খান রাব্বানি, কাজী মাওলানা সাইফুল মোস্তফা, কাজী মুফতি ফজলুল হক, মরহুমের পুত্র তোফায়েল আহমেদ শামিম প্রমূখ। বক্তাগণ বলেন, আলহাজ্ব ডাঃ এম. এ ওয়াহিদ ছিলেন একজন আল্লাহ ওয়ালা, পরহেজগার ব্যক্তি। খুবই সরল ও সাদা মনের মানুষ। আলে রাসুল হুজুর ক্বিবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (মাঃ জিঃ আঃ) হাতে বয়াত গ্রহণের পর তিনি সর্ববিষয়ে পীর মুর্শিদকে অনুসরণ করার চেষ্ঠা করেছেন। সবসময় মাদ্রাসা, খানকা, এতিমখানা ও গাউছিয়া কমিটির খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কর্মজীবনে তিনি অসংখ্য হত দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শফিউল আলম চৌধুরী, মোঃ লুৎফুর রহমান, হারুনুর রশিদ সাহিদ, দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রওফ, অ্যাডভোকেট মোঃ আফতাব উদ্দিন, শেখ মোঃ আইয়ুব আলী, মোঃ মজলিশ মিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ আঃ আজিজ প্রমূখ নেতৃবৃন্দ। শেষে আখেরী মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com