নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। উপ-নির্বাচনে ৫ প্রার্থীর সরব প্রচারণায় মুখরিত এলাকার জনপদ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকার) আব্দুল মুহিত চৌধুরীর সাথে স্বতন্ত্র চার প্রার্থী মাঠে সরব রয়েছেন। উপ-নির্বাচনে জমে উঠেছে ভোটের লড়াই। নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন বিগত পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আ. ক. ম ফখরুল ইসলাম কালাম, আব্দুল মুহিত চৌধুরী, সদ্য প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন, বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল আহমদ ও মাওলানা ফখরুল ইসলাম। প্রার্থীরা শেষ মূহূর্তের প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন।
উপজেলা নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র জানায়, উপ-নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে মাঠে গণসংযোগ করছেন আব্দুল মুহিত চৌধুরী। তার সমর্থনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ মাঠে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সদ্য প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন আ.ক.ম ফখরুল ইসলাম কালাম। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া এবং প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ইউনিয়ন হিসেবে দেবপাড়া ইউনিয়ন বিশেষ ঘুরুত্ব পাচ্ছে। এ ইউনিয়নের কৃতি সন্তান গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তাই এ ইউনিয়নের উপ-নির্বাচন গুরুত্বের সাথে দেখছেন সবাই। সাবেক চেয়ারম্যান আ.ক. ম ফখরুল ইসলাম কালাম (আনারস), প্রয়াত দুই বারের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা), উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল আহমদ (ঘোড়া) ও মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৪৮ জন ও মহিলা ভোটার রয়েছেন ৯ হাজার ২৬৬ জন।
প্রসঙ্গত, ১৭ জুলাই সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।