এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ থেকে জেলা পরিষদ পর্যন্ত পুরাতন খোয়াই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল শনিবার দুপুরে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পুরাতন খোয়াই নদীর সীমানার অভ্যন্তরে নির্মিত অবৈধ স্থাপনাগুলোর অপসারণ কার্যক্রম ঘুরে দেখেন। কিছু কিছু স্থাপনায় চিহ্নিত অংশ এখনও অপসারণ না করায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় উচ্ছেদকৃত অংশ পুনরায় মাপজোক করে চূড়ান্ত সীমানা নির্ধারণের নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কোথাও উচ্ছেদ অভিযানে বাঁধা প্রদান করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুদ রানা, এনডিসি সজীব কান্তি রুদ্র, সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।