বিউটি পার্লার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটেরা তাকে জাপটে ধরে বেধড়ক মারপিট করে

এসএম সুরুজ আলী ॥ বাহুবল উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি হাসিনা আক্তার শিপাকে মারপিট করায় ২ বখাটেসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ১০ অক্টোবর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাপা নেত্রী হাসিনা আক্তার শিপা। তিনি বাহুবল উপজেলা সদরের সাতপাড়িয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী। মামলার আসামীরা হলেন- বড়ইউড়ি গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে মতিন মিয়া ও একই গ্রামের মৃত জয়ফর উল্লাহ’র ছেলে সফিক মিয়া।
মামলার বিবরণে জানা যায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জাপা নেত্রী হাসিনা আক্তার শিপা। নির্বাচনে তিনি সামান্য ভোটে পরাজিত হন। নির্বাচনে আসামীরা তার বিরোধীতা করলেও তিনি বিপুল ভোট পান। নির্বাচনের পর আসামীরা তার ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আসামীরা তাকে রাস্তায় পেলেই কু-ইঙ্গিত ও অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। কিন্তু মান সম্মানের ভয়ে তিনি তাদের জ¦ালাতন নিরবে সহ্য করে যান। গত ৫ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাহুবল বাজারের বিউটি পার্লারের দোকান থেকে তিনি বাড়িতে ফেরার পথে সুপ্রিয় হোটেলের সামনে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে মতিন মিয়া ও সফিক মিয়াসহ অজ্ঞাত আসামীরা তাকে জাপটে ধরে বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে আসামীরা তার পেটের নিচে লাথি মারতে থাকে। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তিনি শোর চিৎকার করলে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বখাটেদের নির্যাতনের শিকার হয়ে ১০ অক্টোবর তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান মামলাটির তদন্তের জন্য সিনিয়র সহকারি পুলিশ সুপারকে (বাহুবল সার্কেল) দায়িত্ব প্রদান করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু নাঈম মোঃ শিবলী খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।