বেকিটেকায় সমাবেশে মোতাচ্ছিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ॥ সুতাং নদীর পানি দূষণমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। তিনি বলেন, জীবন দিয়ে হলেও সুতাং নদীর তীরবর্তী মানুষকে রক্ষা করবো। একটি সুবিধাভোগী মহল মানুষের জীবন নিয়ে খেলছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে। খরস্রোতা সুতাং নদীটির উপর নির্ভরশীল ছিল সদর ও লাখাই উপজেলার কয়েক হাজার পরিবার। এখান থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতো। হাজার হাজার একর জমি আবাদে সেচের জন্য একমাত্র ভরসা ছিল এ নদীটি। কিন্তু কতিপয় কোম্পানী নিজেদের খরচ বাঁচাতে বর্জ্য ফেলে নদীটি ধ্বংস করে দিচ্ছে। এর দুর্গন্ধে মানুষ এখন বাড়িঘরে থাকতে পারছে না। মাছ মরে বিলিন হয়ে গেছে। পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জমি পতিত থাকছে। মানুষ নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে। এভাবে চলতে দেয়া যায়না। মানুষ ধুকে ধুকে মরবে আমি তা সহ্য করতে পারবোনা। যেকোন মূল্যে এ অবস্থা থেকে মানুষকে মুক্ত করবো। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তা করবো। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। শনিবার বিকেলে তিনি লাখাই উপজেলার বেকিটেকা গ্রামে সুতাং নদীর তীরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা অনুপ কুমার দেব মনা, রিচি গ্রামের মুরুব্বী ডাঃ বরকত আলী, ডাঃ জিতু মিয়া, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, অলক কুমার চন্দ, সাবেক মেম্বার সাইদ মিয়া ও আছকির মিয়া প্রমূখ।