নিতেশ দেব, লাখাই থেকে ॥ ‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ এই শ্লোগানকে সামনে রেখে লাখাই উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্ত্ব¡র থেকে বের হয়ে কালাউক বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনসহ ৫টি ইউনিয়নের সচিব ও সকল উদ্যোক্তা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com