স্টাফ রিপোর্টার॥ ‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুজ্জামান, ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, আব্দুল মালেক, হাবিবুর রহমান, মোহাম্মফ ফিরুজ ও আরেফ আলী মন্ডল।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, সকল শিশুর যথাসময়ে জন্মনিবন্ধন করলে ভবিষ্যতের অনেক জটিলতা এড়ানো সম্ভব। লেখাপড়াসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য জন্মনিবন্ধন অতীব জরুরী। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সহজ শর্তে সেবা প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। মনে রাখতে হবে একটি ভুল তথ্যের জন্য একজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়।
হবিগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com