স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় অর্ধশতাধিক পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০টায় থেকে রাত পর্যন্ত তিনি লাখাই উপজেলার ভবানীপুর, পুর্নিবাড়ি, মাদনা, বেগুনাই, পূর্ব রুহিতনশী, বড় নোয়াহাটি, কামালপুর, গদাইনগর, ফরহাদবাদ দাশপাড়া, মুড়াকরি পশ্চিম, মুড়াকরি বাজার, রায়পাড়া, সুত্রধর পাড়াসহ বিভিন্ন স্থানের পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় এমপি আবু জাহির শারদীয় দুর্গোৎসব পালনে যাতে কোন ধরণের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে প্রশাসনের প্রতি নির্দেশ দেন। পাশাপাশি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকেও আন্তরিকভাবে সহযোগিতার আহবান জানান। পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডাভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক মিয়া, বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com