স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের কটিয়াদি বাজারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইভটিজিং, বাল্য বিয়ে ও মাদক বিষয়ে মতবিনিময় সভার নির্মিত গেইট ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। ওই সময় দোকানপাটে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কটিয়াদি পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিদ্যালয়ে ইভটিজিং, বাল্য বিয়ে ও মাদক বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। তাই স্কুলের প্রধান প্রবেশ পথে একটি গেইট নির্মাণ করা হয়। কিন্তু দুর্বৃত্তরা গেইট ভেঙ্গে ফেলে মতবিনিময় সভার প্রস্তুতি কাজে বাধা সৃষ্টি করে। অভিযোগ ওই সময়ে হামলাকারীরা পাশর্^বর্তী দোকানপাটে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com