এসএম সুরুজ আলী ॥ শারদীয় দুর্গোৎসবের গতকাল মহাষ্টমীতে হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রামকৃষ্ণ মিশনে এ পূজা শুরু হয়ে ১১টায় শেষ হয়। পূজার মন্ত্র পাঠ করেন স্বামী নরেশ আনন্দজী। এবার কুমারী রূপে পূজিত হয়েছেন শহরের পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা সৌমেন্দ্র নাথ মল্লিকের সাত বছর বয়সী মেয়ে সোমা মল্লিক। শাস্ত্রিয় মতে কুমারীর নাম রাখা হয় কুঞ্জিকা। তিনি রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার বাড়ি যশোর জেলায়। বাবার চাকুরির সুবাদে তারা হবিগঞ্জে বসবাস করছেন। এদিকে কুমারী পূজা উপভোগ করতে শহরে ভক্তদের ঢল নামে। গ্রামগঞ্জসহ আশপাশের জেলা থেকেও হাজারও হাজার পূজারী হবিগঞ্জ শহরে আসেন। কুমারী পূজা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মেয়র জি কে গউছ। পূজা চলাকালে চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পুত পবিত্র ও মাতৃভাবাপন্ন। মাতৃ অর্চনার সকল আয়োজনে যাতে কোন প্রকার ত্রুটি বিচ্যুতির অবকাশ না থাকে সেজন্য রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। সার্বিক নিরাপত্তার জন্য হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা বসানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com