স্টাফ রিপোর্টার, মাাধবপুর থেকে ॥ নানা অনিয়মের অভিযোগে মাধবপুর বাজারের ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৫ অক্টোবর) মাধবপুর বাজারে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। এসময় বিভিন্ন অনিয়মের কারণে সংশ্লিষ্ট আইনে আলিফ লাম বেকারিকে ৫ হাজার, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার, কুসুমকলি বেকারি ৫ হাজার ও কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অভিযানকালে বিএসটিআই সিলেট এর কর্মকর্তাবৃন্দ ও মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।