
সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রতœদ্বীপ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন, জেলা ইপিআই স্টোর কিপার জুবায়ের আহমেদ ও ভারপ্রাপ্ত ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মাহবুব হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুল আরেফীন জানান, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন করেছেন সিভিল সার্জন। পরিদর্শনকালে তিনি টিকাদান কেন্দ্রের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর থেকে লাখাই উপজেলার ১৫২টি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের মাধ্যমে ৪৫ হাজার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সের শিশুদের টাইফয়েড টিকা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।